spot_img

মাইকিং করে ইলিশ বিক্রি! কিন্তু কেজি কতো?

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে ইলিশসহ সব ধরনের মাছ আহরণের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। ফলে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী, কলাপাড়া, গলাচিপা, দুমকি ও রাঙ্গাবালীসহ জেলার সব মাছ বাজারগুলো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইলিশ বিক্রি শুরু হয়। এসব এলাকার বিভিন্ন বাজারে মাইকিং করে ইলিশ বিক্রি হচ্ছে।

- বিজ্ঞাপন -

জানা গেছে, নিষেধাজ্ঞা আরোপের আগে শেষ দিনে পটুয়াখালীর শহরসহ বিভিন্ন বাজারে চলছে ইলিশ বিক্রির ধুম পড়েছে। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন বাজার। তবে আগের তুলনায় দাম তেমন কমেনি বলে দাবি ক্রেতা-বিক্রেতাদের।

তারা জানিয়েছেন, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩ ৫০ টাকা কেজি দরে।

মৎস্য বিভাগ জানিয়েছে, শুক্রবার ও শনিবার দুই দিনে গভীর সাগর থেকে মহিপুর ও আলীপুর বিএফডিসি মার্কেটে জেলেদের নিয়ে আসা ইলিশই দক্ষিণের এসব বাজারে বিক্রি হচ্ছে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img