নিউজ ডেস্ক:
গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা শেষে পুনর্বাসন করার লক্ষ্যে যোগ্যতা অনুযায়ী তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) আহতদের দেখার পর এ আশ্বাস তিনি।
গণমাধ্যমকে তিনি জানান, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, যতদিন প্রয়োজন ততদিন সহায়তা অব্যাহত থাকবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির নিয়োগ নিশ্চিত করবে। আমরা এ-ও সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের চিকিৎসকরা যদি মনে করেন এখানে চিকিৎসা করা সম্ভব নয়, আমরা তাদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।
/ইএইচ