নিউজ ডেস্ক:
জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম খান পদত্যাগ করেছেন। বুধবার সকালে পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গিয়ে তাঁরা পদত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রসমাজের দুই নেতা জাতীয় পার্টি থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসরদের বের করে দিয়ে দলে সংস্কারের উদ্যোগ নিতে জি এম কাদেরের কাছে প্রস্তাব দিয়েছিলেন। তাতে সাড়া না পেয়ে সংগঠনের তারা পদত্যাগ করেন।
পদত্যাগ পত্রে ছাত্রসমাজের এই দুই নেতা উল্লেখ করেন, ছাত্রসমাজ গত ১৭ জুলাই কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানায়। সারা দেশের সব ক্যাম্পাস ও রাজপথে আন্দোলনে থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী, ৫ আগস্ট বিজয় পর্যন্ত নেতা-কর্মীরা আন্দোলনে ছিলেন। অনেকে গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছিলেন। কিন্তু বিজয়ের পর বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয় পার্টি সাংঘর্ষিক আবস্থানে দাঁড়িয়েছে।
অপরদিকে, আজ বিকেলে ছাত্রসমাজের কমিটি বিলুপ্তির ঘোষণা করে জাতীয় পার্টি। দলে যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের নামে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. মারুফ ইসলাম তালুকদারকে আহ্বায়ক, মো. আরিফ আলীকে সদস্যসচিব ও নাজমুল হাসানকে যুগ্ম আহ্বায়ক করে নতুন কমিটি দেওয়া হয়। তাদের আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
/ইএইচ