spot_img

একের পর এক বিদেশ পাড়ি জমাচ্ছেন সিলেটের প্রাথমিক শিক্ষকরা

এসম্পর্কিত আরো পড়ুন

নিউজ ডেস্ক:

গত এক বছরে ছুটি নিয়ে দেশ ছেড়েছেন সিলেটের শতাধিক প্রাথমিক শিক্ষক। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ৫০ জনকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ৭৮টি বিভাগীয় মামলাও চলছে। স্থায়ী হওয়ার প্রবণতার কারণে বাড়ছে শিক্ষক সংকট।

- বিজ্ঞাপন -

প্রবাসে মা-বাবার অসুস্থতা কিংবা ভ্রমণের কথা বলে গত এক বছরে ছুটি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন সেইসকল শিক্ষক। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ১৪২৩ সহকারী ও প্রধান শিক্ষকের পদ শূন্য। শিক্ষক না থাকায় প্রাথমিকে ব্যাহত হচ্ছে পাঠদান।

সিলেটের জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন বলেন, দেশ ছেড়ে যে সকল শিক্ষকেরা বিভিন্ন কারণে বিদেশে থেকে যাচ্ছেন তারা তো চাকরি ছেড়ে যাচ্ছেন না। ফলে তাদের পদগুলো ফাাঁকও দেখানো যায় না। এতে অবশ্যই প্রাথমিকে পাঠদান ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে শিক্ষাবিদ ও গবেষক ড. আবুল ফতেহ বলেন, যদি ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে বিভাগে অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করা হয় তাহলে আশা করা যায় দ্রুতই খালি পদগুলো পূরণ করা যাবে।

এদিকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ও মিথ্যা তথ্য দিয়ে দেশ ছাড়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।

জেলায় অনুমোদিত সহকারী শিক্ষক ৭ হাজার ৮ শ ৭০ জন। কর্মরত আছেন ৭ হাজার ১ শ ৮৮ জন। এ ছাড়া ১ হাজার ৪ শ ৭৭টি প্রধান শিক্ষক পদের মধ্যে কর্মরত রয়েছেন ৭ শ ৩৬ জন। শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।

 

/ইএইচ

 

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img