নিউজ ডেস্ক:
‘আমাদের নির্বাচনের কোনো তাড়া নেই, তবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে। আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ বাংলাদেশের ৩শ’ আসনেই প্রার্থী দেবে’, এমনটাই বলছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে ঝিনাইদহ গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, এই সরকার আমাদেরই সরকার। আমাদের সরকারকে সহায়তা করতে হবে। তবে সরকারকেও জনগণের পালস বুঝতে হবে।
তিনি বলেন, বিগত সরকারের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা ছিল সবাই ইচ্ছামতো লুটপাট করেছে। দেশের বাইরে সবার বাড়ি রয়েছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে দাড়াতে হবে।
/ইএইচ