spot_img

নববধূকে নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক করলো বিজিবি

এসম্পর্কিত আরো পড়ুন

নিউজ ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- বিজ্ঞাপন -

শনিবার বেলা ১১টার দিকে কয়া সীমান্তের ২৮১/৪৯ নম্বর পিলারের কাছ থেকে তাঁদের দুজনকে আটক করে থানায় সোপর্দের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শরীফ আহাম্মেদ (২৮) ও তাঁর স্ত্রী লাভলী খাতুন (২০)। তাঁরা দিনাজপুরের বিরল উপজেলা সদরের বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবির কয়া ক্যাম্প সূত্রে জানা যায়, বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে সীমান্তের ২৮১/৪৯ নম্বর পিলারের অদূরে দুজন নারী-পুরুষকে দেখতে পেয়ে আটক করা হয়। আটক দুজন নিজের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন।

তাঁরা আট মাস আগে বিয়ে করেছেন। শরীফ আহাম্মেদের মামার বাড়ি ভারতে। মামাকে তাঁর নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো তাঁরা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে তাঁরা বিজিবির কাছে স্বীকার করেছেন।

পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার রায় বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ আটক স্বামী-স্ত্রীকে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির কয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. নাঈমুল ইসলাম বাদী হয়ে থানায় তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img