spot_img

শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের অবস্থান কর্মসূচিতে হামলা, ৫ শিক্ষার্থী আহত

এসম্পর্কিত আরো পড়ুন

নিউজ ডেস্ক:

সদ্য প্রকাশিত এইচএসসির ফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছে একদল শিক্ষার্থী। এ সময় শিক্ষা বোর্ডের কর্মচারীদের হামলায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

- বিজ্ঞাপন -

রবিবার বিকাল পাঁচটার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন- সরকারি শাহবাজপুর কলেজের মোঃ সাগর(১৭), নারায়ণগঞ্জ কলেজের শাহরিয়ার(১৮), কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের ওয়াহিদ(১৯), বাঘাপুর স্কুল এন্ড কলেজের ফাহমিদা হোসেন(১৭) ও গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আশুতোষ(১৮)।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিক্ষার্থী বলেন, আমাদের বৈষম্য করে রেজাল্ট প্রকাশ করেছে। তারা বলেছে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের মূল্যায়ন করে এইচএসসি রেজাল্ট দেওয়ার কথা। কিন্তু একজন শিক্ষার্থীর সব সাবজেক্টে এ+ পেয়েছে কিন্তু একটি সাবজেক্টে সে দি গ্রেট পেয়েছে এটা কেন করল। আমাদের কথা হচ্ছে তারা যেহেতু আমাদের এসএসসি রেজাল্ট দেখে মূল্যায়ন করার কথা ছিল আমাদের সেটা বিবেচনা করে আমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশ করা উচিত ছিল কিন্তু আমাদের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। তাই আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলাম। কিন্তু শিক্ষা বোর্ডের কর্মচারী কর্মকর্তারা আমাদের উপর ভিতর থেকে পাথর লাঠি দিয়ে আঘাত স্টিলের স্কেল দিয়ে আঘাত করে আমাদের রক্তাক্ত করে।

সে আরো জানায়, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা আমাদের উপরে হামলা করলে এবং রক্তাক্ত করলো এর বিচার চাই। আমরা তো তাদের সাথে কোন মারামারি বা কোন কিছুই করিনি আমাদের শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে আমাদের দাবিগুলো তাদের কাছে জানাচ্ছিলাম এটাই আমাদের অপরাধ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, ঢাকা শিক্ষা বোর্ড থেকে আহত অবস্থায় ৫ শিক্ষার্থীকে সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img