নিউজ ডেস্ক:
মায়ের জানাজায় অংশ নেওয়া হয়নি দেশের আলোচিত-সমালোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের।
শুধু তিনিই নন, বাকি আরও ৫ ভাইও জানাজায় অংশ নিতে পারেনি তাঁদের মায়ের। অংশ নিতে দেখা যায়নি সাইফুল আলম মাসুদের দুই ছেলেকেও। ভিডিও কলে শেষবারের মতো মাকে দেখেন সন্তানরা।
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ৯২ বছর বয়সে রোববার ভোরে ঢাকার বাসভবনে বার্ধক্যজনিত রোগে মারা যান।
বিকালে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, সকালে সাইফুল আলম মাসুদের মাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আগেই তিনি মারা যান। পরে হেলিকপ্টারে করে সাইফুল আলম মাসুদের মায়ের মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যাওয়া হয়।
পারিবারিক একটি সূত্র জানিয়েছে, সাইফুল আলম মাসুদসহ চার ভাই বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
/ইএইচ