spot_img

তড়িঘড়ি করে ড. ইউনূসের মামলা প্রত্যাহারের বৈধতা নিয়ে আপিলের অনুমতি

এসম্পর্কিত আরো পড়ুন

নিউজ ডেস্ক:

প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. ইউনূসের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার কতটা আইন সঙ্গত ছিলো এ নিয়ে বৃহত্তর শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ অনুমতি দিয়েছেন। সোমবার (২১ অক্টোবর) এই অনুমতি দেওয়া হয়।

গত ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিলের শুনানির এই আবেদনটি করা হয় ।

- বিজ্ঞাপন -

পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যদের আপিল বিভাগ আজ পর্যন্ত শুনানি মুলতবি রাখেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওই মামলা হয়। ওই মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে গত ৮ জুলাই হাইকোর্টে ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা আবেদন করেন।

গত ২৪ জুলাই শুনানি নিয়ে হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে সম্প্রতি লিভ টু আপিল করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা।

 

/ইএইচ

 

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img