নিউজ ডেস্ক:
‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ টকশোতে অতিথি হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন থাকবেন বলে ঘোষণা দিয়েছেন টকশোর উপস্থাপক খালেদ মুহিউদ্দীন।
জানানো হয়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঐ টকশোতে উপস্থিত থাকবেন সাদ্দাম।
এ ঘোষণার পর খালেদ মুহিউদ্দিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
বুধবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘এটা আমাদের ২ হাজারের অধিক শহীদের সাথে বেঈমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেঈমানি।’
অন্যদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস আলম খালেদ মুহিউদ্দীনকে প্রশ্ন করে লিখেছেন, ‘খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সাথে টকশো করেছেন?’তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সাথে প্রতারণা করা হলো।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। এর আগে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন।
/ইএইচ
মন্তব্য করুন