এডুকেশন টাইমস ডেস্ক: বর্তমান সরকার দুর্নীতি দমন এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিচার বিভাগ, প্রশাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণে দুর্নীতি দমন ও বিচার ব্যবস্থার স্বচ্ছতার অগ্রগতির বিষয়ে জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন, ‘বিচার প্রক্রিয়া দ্রুততর করতে দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এবং হাইকোর্টে ২৩ জন নতুন বিচারক যোগদান করেছেন। বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে, যা বিচারপতিদের শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কাজ করবে।’
তিনি আরো বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থপাচারে অভিযুক্ত ১৫০ জনের তালিকা তৈরি করা হয়েছে এবং ইতোমধ্যে ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। কালো টাকা সাদা করার বিধান বাতিলের মাধ্যমে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।’
‘সরকারি কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ১৯,০৮৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি, ১৩,৪২৯ জনকে বদলি এবং শৃঙ্খলাভঙ্গের জন্য ১২,৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এসব পদক্ষেপ দুর্নীতি, স্বজনপ্রীতি এবং প্রশাসনিক অদক্ষতাকে রুখে দিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
এসএস/
মন্তব্য করুন