নিউজ ডেস্ক:
ফ্যাসিবাদীদের পুনর্বাসন পরিকল্পনা ‘জনগণের সিদ্ধান্তের’ নামে চালানোর চেষ্টা হচ্ছে। অথচ জনগণ ৫ আগস্টেই রক্তক্ষয়ী রায় দিয়ে দিয়েছে!
বুধবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ফ্যাসিবাদীদের পুনর্বাসন পরিকল্পনা ‘জনগণের সিদ্ধান্তের’ নামে চালানোর চেষ্টা হচ্ছে। অথচ জনগণ ৫ আগস্টই রক্তক্ষয়ী রায় দিয়ে দিয়েছে!
এর আগে বুধবার ফেনীর ফুলগাজীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কি না, তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।
/ইএইচ