spot_img

কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আগামীকাল

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক:

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল বুধবার (১৭ এপ্রিল) প্রকাশিত হবে। এদিন দেশের পাঁচটি জাতীয় দৈনিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে। একই সাথে দুপুরের মধ্যে অনলাইনেও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

- বিজ্ঞাপন -

জানা গেছে, আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনগ্রহণ শুরু হবে ২২ এপ্রিল থেকে। যা চলবে ৩০ মে পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য গুরুত্ব বিষয় অনলাইন ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।

এ বিষয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল বুধবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। একইদিন অনলাইনেও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

গেল বছরগুলোতে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এ গুচ্ছে যুক্ত হয়েছে।

কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এএআর/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img