spot_img

অপকর্ম লুকাতে আমলারা আগুন দিয়েছে, দাবি সারজিসের

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এবার সেই আলোচনায় যোগ দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় আমলারা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে এই স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি অভিযোগ করে লিখেছেন, ‘যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছেন, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল।’

- বিজ্ঞাপন -

সারজিস আলম ওই স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা। তাদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন।’

তিনি লিখেছেন, ‘রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছেন, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে।’

স্ট্যাটাসে তিন উপদেষ্টাকে (নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আব্দুল্লাহ) বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাবধান করার সময় আর নাই।  বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সাথে আছে।’

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img