spot_img

সচিবালয়ের নথি সন্দেহে ট্রাক আটকালো জনতা

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: সচিবালয়ের নথি সন্দেহে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল অফিসের পুরোনো কাগজপত্রসহ দুটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর কাউনিয়া থানার কাগাশুরা এলাকা থেকে ট্রাক দুটিকে আটক করা হয়।

- বিজ্ঞাপন -

তবে কাগজ তল্লাশি করে আপত্তিকর কিছু না পেয়ে ট্রাক দুটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

তিনি বলেন, বহু বছরের পুরোনো কাগজপত্র সেই সঙ্গে কিছু কাঠের ভেঙে যাওয়া মালামাল পুড়িয়ে ফেলার জন্য বরিশালের ময়লা খোলাতে পাঠানো হয়েছিল। কিন্তু ট্রাক ড্রাইভার মালামাল বিক্রি করে দিতে চাইছিলেন। এই কারণে ঘটনাস্থলে না গিয়ে তিনি অন্যত্র যাওয়ায় স্থানীয় মানুষের সন্দেহ হয়। তারা ট্রাক দুটি আটক করলে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে ট্রাক দুটি অফিসে ফেরত নিয়ে আসি। পরবর্তীতে আবার মালামাল পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হবে।

কাউনিয়া থানার পুলিশ সদস্য আনিসুর রহমান বলেন, স্থানীয় জনতা কাগজপত্র দেখে ঢাকা সচিবালয়ের কাগজ সন্দেহ করে আটক করেছিলেন। পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বক্তব্য ও কাগজপত্র তল্লাশি করে আপত্তিজনক কিছু না পাওয়ায় লিখিত বক্তব্য নিয়ে ট্রাক  ছেড়ে দেওয়া হয়েছে।

কাগাশুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু বলেন, ট্রাক দুটিকে জনতা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখায় ও বিপুল সংখ্যক অফিসিয়াল কাগজ দেখে আটক করেছিল। পরে শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী এসে ছাড়িয়ে নিয়ে যান।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img