এডুকেশন টাইমস ডেস্ক: ‘কমরেডস, এখন অথবা কখনোই না; ৩১ ডিসেম্বর ২০২৪’ এমন বিপ্লবী বাক্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করেছেন ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, রিফাত রশিদ, আব্দুল কাদেরসহ আরো বেশ কয়েকজন সমন্বয়ক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেইসবুক পেইজেও এমন এক পোস্ট করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেইসবুকে পোস্টের লেখেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার বিকাল ৩টা এখনই সময়, বাংলাদেশের জন্য।’
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারাও তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে এক পোস্টে ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা উল্লেখ করেছেন।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!’
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ফেইসবুকে এমন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
জানা যায়, শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনাবলি নিয়ে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা দিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ঘোষণা প্রকাশ করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারি আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিলো, কীভাবে নিলো, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কীরূপ ছিলো এসকল সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকরা ৩১ ডিসেম্বরের এই আয়োজন নিয়ে বেশ আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
এসআই/