spot_img

ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত আনু মুহাম্মদ

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: ট্রেন থেকে নামতে গিয়ে রাজধানীর খিলগাঁও রেলগেটে এক পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

- বিজ্ঞাপন -

আনু মুহাম্মদের বন্ধু নজরুল ইসলাম জানান, তিনি গত শুক্রবার (১৯ এপ্রিল) দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন। সেখানে শনিবার (২০ এপ্রিল) একটি স্মরণসভায় অংশ নেওয়ার পর রবিবার (২১ এপ্রিল) একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনটি ধীরগতিতে যাওয়ার সময় তিনি নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। এতে তিনি দুই পায়ের পাতায় আঘাত পান। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানিয়েছেন, তিনি দুই পায়ের পাতায় আঘাত পেয়েছেন। বিশেষ করে আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা চলছে।

আঙুলগুলো রাখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা আমাদের যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, আনু মুহাম্মদ বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় একজন পরিচিত লেখক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ২০২৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশে শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চা ও লড়াইয়ের একজন সক্রিয় ও সরব মুখ হিসেবেও সুপরিচিত আনু মুহাম্মদ।

এছাড়াও তিনি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img