ডেস্ক রিপোর্ট: শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না। তিনি বলেন, কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি। এবছর এমনিতে ভিন্ন পরিস্থিতি ছিলো। এবছরে কখন সবাই বই পাবে তা এখনই বলা যাচ্ছে না।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি এই কথা জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের ছাপাখানায় সব বই মুদ্রণ, পরিমার্জন, বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি থাকাসহ বিভিন্ন কারণেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে।
এ সময় পাঠ্যবই আগেও দেরিতে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা।
এসআই/