ডেস্ক রিপোর্ট: ১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, শিক্ষার্থীদের প্রস্তাবনা, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগামী সপ্তাহের মধ্যে দিনক্ষণ চূড়ান্ত করা হবে
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সরকার সব পক্ষের সাথে কথা বলে এ নিয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে। ঘোষণাপত্র আনতে বেশি দেরি হবে না। সবার সাথে কথা বলায় একটু দেরি হতে পারে। আশা করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবেন।
তিনি আরো বলেন, আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব রাজনৈতিক দলগুলোর সাথে। গত ১৬ বছরে যারাই রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে তাদের সবার কথাই আশা করি ঘোষণাপত্রে থাকবে।
এসআই/