ডেস্ক রিপোর্ট: কেবিনেটে বলা হয়েছে আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আরশ। তিনি বলেন, আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী বিগত সরকারের আমলে ২০১০ এর পর থেকে বই পেতে মার্চও লেগে যেত।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগেও বই দিতে কোন কোন সময় জুলাই মাস হয়ে যেতো। সরকার চেষ্টা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে যাবে।
তিনি আরো বলেন, চট্টগ্রামে বর্ষায় জলাবদ্ধতা হয়। তা দ্রুত নিরসনে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। ট্রাফিক নিয়েও দ্রুত সমাধানের বিষয়ে নির্দেশ দিয়েছেন।
এসআই/