spot_img

জাতীয় কবিতা উৎসবের তারিখ ঘোষণা 

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, ‌‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ এই স্লোগান ধারণ করে ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব ২০২৫। এই উৎসব আয়োজনের জন্য কবি মোহন রায়হানকে আহ্বায়ক, কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি শাহীন রেজাকে যুগ্ম-আহ্বায়ক এবং কবি মানব সুরতকে উৎসব সমন্বয়ক করে একটি উৎসব পরিষদ এবং জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যান্য কবিদের নেতৃত্বে ২৪টি উপপরিষদ গঠন করা হয়েছে।

- বিজ্ঞাপন -

কবি মোহন রায়হান বলেন, ‘জাতীয় কবিতা উৎসব ২০২ ‘ আয়োজন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দোতলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন সংলগ্ন কক্ষে চালু করা হয়েছে উৎসব দপ্তর। কবিদের নাম রেজিস্ট্রেশনসহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে টিএসসির দোতলায় এই দপ্তরে। দপ্তর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া আগ্রহী কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। নিচে প্রদত্ত লিংক থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

তিনি বলেন, এবারের উৎসবে যারা কবিতা পড়বেন তাদের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নিবন্ধন করা কবিরা একটি করে স্বরচিত নাতিদীর্ঘ কবিতা (আনুমানিক ২০ লাইন) পাঠ করতে পারবেন। নিবন্ধনের সময় দু’টি স্বরচিত কবিতার দু’টি করে কপি, জন্মনিবন্ধনের কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। জমা দেওয়া কবিতা দু’টি থেকে উৎসবে পাঠ করার জন্য একটি কবিতা নির্বাচিত করা হবে। পঠিত কবিতাগুলো থেকে উৎসবোত্তর একটি নির্বাচিত কবিতা সংকলন প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এ উৎসবে ফ্যাসিবাদ বা সাম্প্রদায়িকতারপক্ষে ,দল-পরিবার-গোষ্ঠী-ব্যক্তিবন্দনা, পতিত স্বৈরাচারের বন্দনা, দলীয় বা ধর্মীয় উসকানিমূলক, স্বাধীনতাবিরোধী, জুলাই-আগস্ট অভ্যুত্থানবিরোধী কোনো কবিতা পাঠ করা যাবে না। ১ ও ২ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের বিভিন্ন পর্ব আয়োজিত হবে।

দু’দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লেখক-গবেষক ও কবি সলিমুল্লাহ খান, ছড়াকার আবু সালেহ, কবি মতিন বৈরাগী, কবি সোহরাব হাসান, ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’  উৎসব কমিটির যুগ্ম-আহ্বায়ক কবি শাহীন রেজা এবং উৎসব সমন্বয়ক কবি মানব সুরতা, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, কবি নুরুল ইসলাম মনি, কবি ফেরদৌস সালাম, কবি রফিক হাসান, কবি কামরুজ্জামান, কবি শ্যামল জাকারিয়া, কবি গোলাম শফিক, কবি নুরুন্নবী সোহেল, কবি আসাদ কাজল, কবি এবিএম সোহেল রশীদ, কবি ইউসুফ রেজা, কবি স ম শামসুল আলম, কবি সুমনা নাজনীন, কবি বাবু হাবিবুল, কবি রোকন জহুর, কবি মিঠু কবির, কবি টিমুনী প্রমুখ।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img