spot_img

ফুরফুরে মেজাজে খালেদা জিয়া, চিকিৎসায় পরিবর্তন

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মানসিকভাবেও তিনি এখন যথেষ্ট চাঙা—এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

লন্ডনে তিনি সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে চিকিৎসার মধ্যে। আরও পরীক্ষা নিরীক্ষা করার পর, পরবর্তী ধাপগুলো কোনটা কখন কীভাবে হবে— তা নির্ধারণ করা হবে।

- বিজ্ঞাপন -

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে লন্ডনে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি।

এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img