spot_img

উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ

এসম্পর্কিত আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবর রহমানকে শোকজ নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাহবুবর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টার একটি মন্তব্য নিয়ে ফেসবুক লাইভে মন্তব্য করেন। এতে শৃঙ্খলা ও সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।

- বিজ্ঞাপন -

এই ঘটনায় সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিধিমালা ২০১৯ এবং সরকারি কর্মচারী আচরণবিধি ২০১৮ লঙ্ঘনের অভিযোগ এনে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত জবাব না দিলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষক মাহবুবর রহমান বলেন, “ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদী আইন এখনো রয়ে গেছে। জালেম নাই, কিন্তু জালেমের জুলুম রয়েই গেছে। জবাবদিহিতা ছাড়া স্বচ্ছতা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “এর আগেও শিক্ষক‌দের বেতন-ভাতার দাবিতে পোস্ট করার কারণে এবং ১৪ বছর ধরে পদোন্নতি বন্ধ থাকার পোস্ট করায় আমাকে শোকজ করা হয়েছিল। ৫ আগস্টের পরেও আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি না। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ও ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি।”

এএকে/

spot_img
spot_img

4 COMMENTS

  1. শিক্ষকের যদি কথা বলার অধিকার না থাকে,, তাহলে শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা দিবে,, অন্যায়ের প্রতিবাদ করতে।আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে চলতে।তাহলে বলতে হবে,, প্রিয় শিক্ষার্থীরা তোমরা চোখ, কান, মুখ বন্ধ করে চলবে। চুপ থাকবে একদম চুপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img