বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ইসলামী ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এই কর্মসূচি সম্পর্কে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত র্যালি, মেধাবীদের শিক্ষাবৃত্তি, সংস্কৃতিক অনুষ্ঠাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে সংগঠনটি।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে-
১. শাখা পর্যায়ে বর্ণাঢ্য র্যালি আয়োজন
২. অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান
৩. সুবিধাবঞ্চিত শিশু ও এতিম ছাত্রদের নিয়ে প্রীতিভোজ
৪. ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
৫. সাংস্কৃতিক অনুষ্ঠান / কালচারাল ফেস্ট আয়োজন
৬. কুইজ, বিতর্ক, বক্তৃতা, ক্রীড়া, শর্ট ফিল্ম ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন
৭. ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
৮. শহীদ ও আহত-পঙ্গুত্ববরণকারী পরিবারের সাথে প্রীতিভোজ ও শহীদদের জন্য দোয়া
৯. দাওয়াতি মেসেজ, গান, নাটক, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রভৃতি তৈরি ও প্রচার
১০. বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়
১১. বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস শাখাসমূহে ডিপার্টমেন্টভিত্তিক পজিশনধারীদের সংবর্ধনা
১২. জুলাই অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন
১৩. আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন
এসআই/