spot_img

পাবলিক লাইব্রেরির বই ই-বুকে রূপান্তরের কাজ চলছে: সংস্কৃতি উপদেষ্টা

এসম্পর্কিত আরো পড়ুন

পাবলিক লাইব্রেরির সব বই ই-বুকে রূপান্তরের কাজ চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ই-বুকের কাজ চলছে। কিন্তু আমি মনে করি, এই প্রোগ্রামটা আরও গোছালো অবস্থায় করা উচিত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় জাদুঘরে গ্রন্থাগার দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

- বিজ্ঞাপন -

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমাদের টার্গেট সেট করা উচিত যে আগামী দুই তিন বছরের মাঝে পাবলিক লাইব্রেরির সব বই ই-বুকে রূপান্তর ঘটাতে পারবো কি না। টার্গেট না নিয়ে কাজ করার বিপদ হচ্ছে, আপনি সারাজীবন কাজ করতে থাকবেন। কিন্তু কাজ কখনও গোছালো হবে না।’

তিনি আরো বলেন, এই ই-বুক কার্যক্রম যত দ্রুত সফলভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া যাবে, তত দ্রুত বাংলাদেশ পৃথিবীর বড় বড় লাইব্রেরির সাথে কোলাবোরেশন করতে পারবে।

এসময় তিনি তবে ই-বুকে রূপান্তরের প্রয়োজনীয়তার পাশাপাশি তিনি লাইব্রেরির গুরুত্বও তুলে ধরে বলেন, ‘ফিজিক্যাল লাইব্রেরির প্রভাব আলাদা। অনেক মানুষ এক জায়গায় গিয়ে পড়ে, এই যে কমিউনিটি ফিলিং-এক্সপেরিয়েন্স, তারা যদি নিজেদের সাথে কোনও কথা না বলে, এই কমিউনিটি এক্সপেরিয়েন্স মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই, ফিজিক্যাল লাইব্রেরিগুলোকে ব্যবহার উপযোগী করতে হবে।’

সরকার ইতোমধ্যে ১০টি পাবলিক লাইব্রেরিতে পড়ার সময় বাড়িয়ে সাতটা পর্যন্ত করেছে এবং লাইব্রেরিগুলোতে এয়ার কন্ডিশনিং সিস্টেম করার বিষয়েও চিন্তা করছে বলে জানান তিনি।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img