শাহবাগ অবরোধ করেছেন জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়।
আন্দোলনকারীরা বলেন, গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ৬ মাস পার হলেও প্রধান উপদেষ্টা আমাদের সাথে দেখা করতে আসেননি। আমরাও প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েও দেখা করতে পারেনি।
আমাদের ছেলে হারিয়ে আজ আমরা রাস্তায়। আমরা অনেক কষ্টে আছি। আমরা সারাদিন কাজ কর্ম ফিরে সন্তানকে না পেয়ে নিজেদের কষ্ট আরো বেড়ে যায়, তখন মনে হয় যেন আত্মহত্যা করি। আপনি আমাদের সঙ্গে দেখা করেন, এতে করে আপনি আমাদের মনের কষ্টের কথা শুনতে পারবেন।
তারা আরও বলেন, শহীদ পরিবারের রাস্তায় নামতে হলো কেন? ৬ মাস পার হলেও বিচারের নামে প্রহসনের খেলা আর কতদিন চলবে? বিচারের নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, সে রঙ্গমঞ্চের বিচারের খেলা আর কতদিন চলবে?।
শহীদ পরিবারকে কেন রাস্তায় নামতে হলো এর উত্তর কে দেবে?। শহীদদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। শহীদ ও আহতদের কারণে আজ বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। সবাইকে শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান। আমরা কেন রাস্তায়? উপদেষ্টামণ্ডলীর কাছ থেকে তো এখনো কোন ম্যাসেজ আসেনি।
এএকে/