নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে গড়ে ওঠা অস্থায়ী মার্কেটে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিউ মন্নু ফাইন কটন মিলসের মাঠে স্থাপিত ওই অস্থায়ী মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন হামিম (২৮), রাসেল (১৮) ও আলাদ হোসেন (৩৫) সহ আরও দুইজন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে জ্যাকেটের দোকানের কর্মচারী হামিম ও কম্বলের দোকানের কর্মচারী রাসেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনার খবর পেয়ে মার্কেটের ইজারাদার ফজলু মিয়া এগিয়ে এলে দোকান কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইজারাদার ফজলু মিয়ার অনুসারীরা দোকানদারদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/ইএইচ