ক্রীড়া বিভাগ থেকে ২০২৫ একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। এছাড়া তালিকায় আছেন সাংবাদিকতা, সংগীত, চলচ্চিত্র, আলোকচিত্র, ভাষা ও সাহিত্য এবং গবেষণায় অবদান রাখা আরও ১৪ জন ব্যক্তি।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই বার চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আছে বাংলাদেশ নারী ফুটবল দল। হয়তো তাদের সে অবদানকে স্বীকৃতি দিতে সংস্কৃতি মন্ত্রণালয় এমন পদক্ষেপ নিয়েছে।
একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হয়। ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এই পদকের প্রচলন করা হয়। পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেয়া হয়।
আরএন/