spot_img

রাঙামাটিতে এনডিএফের দু’দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক : ন্যাশনাল ডিবেট ফেডারেশন(এনডিএফ) এর উদ্যোগে রাঙামাটিতে দু’দিনব্যাপী ১১তম জাতীয় লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটির বার্গি লেক রিসোর্টে ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

এনডিএফ’র চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে ও ক্যাম্প ডিরেক্টর এম আলমগীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনডিএফের উপদেষ্টা ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক মো. আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

- বিজ্ঞাপন -

এসময় বক্তারা বলেন, বিতর্ক মানুষকে পরিপূর্ণ ও যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলে। বিতর্কের মাধ্যমেই একজন মানুষ যুক্তিবাদী হয়ে গড়ে উঠতে পারে। দেশের মেধাবি শিক্ষার্থীরাই বিতর্কে অংশ নেয় এবং পেশাগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয়, সেখান থেকে এই বিতর্কই তাকে সমাধানের পথ দেখায়। প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে সর্বক্ষেত্রে নিজেকে উপস্থাপনের জন্য যুক্তিবাদী মানুষ হওয়া জরুরি বলে মনে করেন বক্তারা।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী এই ট্রেনিং ক্যাম্পে অংশ নিচ্ছে। আর এই ক্যাম্পের মাধ্যমে লিডারশিপ তৈরির পাশাপাশি এনডিএফের বাৎসরিক পরিকল্পনা গ্রহণ করা হবে। ক্যাম্পের সার্বিক মূল্যায়নের মাধ্যমে বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই ট্রেনিং ক্যাম্প শেষ হবে।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img