এডুকেশন টাইমস ডেস্ক:
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) চলতি বছরের ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি)।
সোমবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।তবে কলেজের অধীনে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ চালু আছে।
চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও ছয় মাসের বিল পরিশোধ না করায় আমরা চমেকের অ্যাকাডেমিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি।
তিনি আরো বলেন, দুটি সংযোগের জন্য মোট ১ কোটি ২৯ লাখ টাকা বকেয়া আছে। এর মধ্যে চমেকের সংযোগে বকেয়া আছে ৬০ লাখ ৬৯ হাজার টাকা। রোগীদের স্বার্থে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, হাসপাতালের সংযোগ ঠিক থাকায় রোগীদের চিকিৎসায় কোনো ব্যাঘাত হচ্ছে না। বার্ষিক বাজেটে সংকুলান না হওয়ায় সময়মতো বিল পরিশোধ করা হয়নি। বিল পরিশোধে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে চমেকের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ইএইচ/
মন্তব্য করুন