spot_img

অবসরের ৬ মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: সংসদ এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, অবসরের ছয় মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরভাতা প্রদান করা সম্ভব নয়।

বুধবার (২৬ জুন) সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য মোসা: তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

- বিজ্ঞাপন -

বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা প্রাপ্তির বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মুলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ৩০১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই মুহুর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচচ মাধ্যমিকসহ সকল শিক্ষকদের অবসর গ্রহণের ৬ মাসের মথ্যে অবসরভাতা প্রদান করা সম্ভব নয়।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img