spot_img

কোটা আন্দোলনে বিএনপির সমর্থন; দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: 

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। একইসাথে শিক্ষকদের পেনশন স্কিমের আন্দোলনেও বিএনপির সমর্থন আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

- বিজ্ঞাপন -

শনিবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটায় চলে গেলে দেশে মেধার বিকাশ হয় না। এ কারণেই মেধা শূন্যতা দেখা দিয়েছে।

বিএনপি কোটা আন্দোলনের উপর ভর করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা ছাত্র আন্দোলন, বিএনপির এখানে সম্পৃক্ত হওয়ার কিছু নেই। কিন্তু দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কথা বলবে।

আদালতের ঘাড়ে বন্দুক রেখে, ছাত্র সমাজের নায্য আন্দোলকে দমাতে চায় সরকার। ছাত্রদের দাবি যৌক্তিক। এই দাবির সঙ্গে একমত বিএনপি বলেও জানান তিনি।

এসময় তিনি পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনেও সমর্থন জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষকদের আন্দোলন যৌক্তিক ও সমর্থনযোগ্য। লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। পেনশন স্কিমের মত আরও কিছু প্রকল্প করে জনগনের পকেট শুন্য করতে চায় সরকার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সমর্থন করছে বিএনপি।  দ্রত পেনশন স্কিম প্রত্যাহার করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img