spot_img

শিক্ষার্থীদের আন্দোলনে সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন ঢাকা

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকার যোগাযোগ। কোটা নিয়ে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (১০ জুলাই) রাজধানীর কাওরানবাজারে রেললাইন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা।

অন্যদিকে ঢাকার সাথে সড়কপথের যোগাযোগও বিচ্ছিন্ন ছিল এদিন।

- বিজ্ঞাপন -

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে ঢাকার সাথে বিচ্ছন্ন আছে এই পথের যোগাযোগ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম রোডের যোগাযোগও বন্ধ ছিল। এছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ ছিল। ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগও বিচ্ছন্ন হয়ে যায়।

ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের কারণে বিচ্ছন্ন ছিল এই পথের যোগাযোগও। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ব্ন্ধ হয়ে যায় ঢাকা-রাজশাহী মহাসড়ক।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা-রংপুর রোড যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-জামালপুর রেলপথও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অন্যদিকে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যোগাযোগও বন্ধ হয়ে যায়।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কও সাড়ে ৫ ঘণ্টা অবরুদ্ধে ছিল।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অবরুদ্ধ ছিল ঢাকা-খুলনা মহাসড়ক।

এদিন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img