spot_img

ফরিদপুরে কোটা আন্দোলনকারীদের উপর হামলা, আহত ২

এসম্পর্কিত আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দুজন আহত হয়েছেন।

- বিজ্ঞাপন -

আহতদের তাৎক্ষনিকভাবে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তারা হলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক বিভাগের সাবেক ছাত্র কাজী নিশাত আহমেদ (২৫) ও সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র আবরার নাদিম ইতু (২৬)।

পরে আন্দোলনকারীরা শহরের ব্রাহ্মসমাজ রোড থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল নিয়ে মুজিব সড়ক দিয়ে প্রেস ক্লাব হয়ে জনতা ব্যাংকের দিকে অগ্রসর হলে তাদের বাধা দেয় পুলিশ।

আহত আবরার নাদিম ইতু বলেন, আমাদের কর্মসূচি শুরু হতে না হতে হতেই ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা করে। আমার সহকর্মীরা পড়ে গেলে তাদের ওঠাতে যাই। এসময় আমার পরিচিত মুখই হামলা চালায়। আমাদের প্রত্যেকের মাথায় আঘাত করে তারা।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img