spot_img

বগুড়ায় শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগের পলায়ন

এসম্পর্কিত আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট:

দেশের বিভিন্ন ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

- বিজ্ঞাপন -

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টায় শহরের সাতমাথা-বনানী সড়কে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভের একপর্যায়ে সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে মার খাওয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিছুটা পিছু হটে ক্যাম্পাসে ফিরে আসেন। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ছাত্রলীগকে ধাওয়া করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধাওয়া খেয়ে তারা কলেজ ক্যাম্পাসে অভ্যন্তরে অবস্থান নেয়। সেখানেও চড়াও হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে পালিয়ে যান ছাত্রলীগের কর্মীরা। এসময় সাধারণ শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

ছাত্রলীগের হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা শহরের উপকণ্ঠ বনানী মোড়ে পর্যটন মোটেলের সামনে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত চারজন চিকিৎসাধীন।

 

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img