spot_img

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কোটা আন্দোলন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনে সন্ত্রাসীরা আন্দোলকারীদের মধ্যে ঢুকে সংঘাত, সন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ভিতরে ঢুকে নৈরাজ্য সৃষ্টি করছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

- বিজ্ঞাপন -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, যারা হত্যাকান্ড লুটপাট ও সন্ত্রাসী কান্ড করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিচার বিভাগীয় তদন্ত হবে। কাদের উষ্কানীতে ঘটনা সে তদন্ত হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রামে ছাত্রদের ছাদ থেকে ফেলে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ভাংচুর আক্রমণ। শিক্ষকদের গায়ে হাত তুলেছে।

কোটা আন্দোলনে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীরা উচ্চ আদালতে ন্যায়বিচার পাবে, তাদেরকে হতাশ হতে হবে না

কোটা সংস্কার আন্দোলন নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালতে আপিল চলছে। আইনী প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে। আইনী প্রক্রিয়ায় বাইরে যাবার উস্কানি দিবেন না। সে পর্যন্ত ধৈর্য্য ধরতে হবে। শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন বিশ্বাস করি। হতাশ হবেন না।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img