spot_img

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ধাওয়ায়  লেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ

এসম্পর্কিত আরো পড়ুন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থী শকুনি লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে।

- বিজ্ঞাপন -

নিখোঁজদের উদ্ধারে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযান নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সুপারের বাস ভবনের কাছেই শকুনী লেকে ঝাঁপ দেয়। পরে তারা কিছুক্ষণ সাতরিয়ে লেকের দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যাওয়ার পরে ক্লান্ত হয়ে দুই শিক্ষার্থী লেকে ডুবে যায়। পরে স্থানীয়দের কাছে এই খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শকুনী লেকে নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচেছ।

তবে এই বিষয়ে এখনো পুলিশের কোন মন্তব্য পাওয়া যায়নি। নিখোঁজ দুই জনের পরিচয় এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। একই সময়ে আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

 

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img