spot_img

নাটোরে পুলিশ ছাত্রলীগ ও কোটা বিরোধীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

এসম্পর্কিত আরো পড়ুন

নাটোর প্রতিনিধি:

নাটোরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ৫জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় নাটোর শহর থমথমে বিরাজ করছে।

- বিজ্ঞাপন -

এছাড়াও শহরের মাদ্রাসা মোড় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার(১৮ জুলাই) শহরের মসজিদ মার্কেট এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুলিশ পরির্দশক  রফিকুল ইসলাম, গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহীসহ রুদ্র, সোহান, ফাহাদ।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা  শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ উভয় পক্ষের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ নিচে বাজার মোড়ের পাশে রাবার বুলেট টিয়ার সেল নিক্ষেপ করে। এতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী রাহী গুলিবিদ্ধ হয় এবং একজন পুলিশ পরির্দশকসহ ৫ জন গুরুতর আহত। গুলিবিদ্ধ আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বর্তমানে শহরে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। মাঠে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থানে রয়েছে। অপরদিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীররা সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পুলিশ বিপরীত দিকে অবস্থানে নেন।  বর্তমানে পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে কোঠা বিরোধীদের ঘরে ফিরে যাওয়া উচিত ছিল আমরা মনে করি জামাত বিএনপি সম্মিলিতভাবে কোঠা বিরোধীদের দোহাই দিয়ে এ ধরনের অরাজকতা তৈরি করছে এ ধরনের ঘটনা চলতে থাকলে অবশ্যই তা প্রতিহত করা হবে।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন কোটাবিরোধী এবং ছাত্রলীগ উভয়ের মধ্যে যাতে সংঘর্ষ না জড়ায় সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে ।যে কোন মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img