spot_img

কমেছে প্রবাসী আয়, রিজার্ভে বড় ধাক্কার শঙ্কা

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের কারণে পাঁচ দিন বন্ধ ছিল ইন্টারনেট। দেশ ব্যাপী ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে প্রবাসী আয় তথা রেমিট্যান্স সংগ্রহে প্রভাব পড়েছে৷ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷

ব্যাংকার ও এমএফএস প্রোভাইডারদের বরাত দিয়ে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৮ জুলাই থেকে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিট্যান্স সংগ্রহ বন্ধ ছিল৷ এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর পর আবার রেমিট্যান্স আসা শুরু হয়। কিন্তু তারপরও রেমিট্যান্স সংগ্রহ স্বাভাবিক সময়ের তুলনায় কম৷

- বিজ্ঞাপন -

যেখানে স্বাভাবিক সময়ে দিনে প্রায় আট থেকে ১০ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে আসে৷ সেখানে গত ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ডলার৷

এখনও অবশ্য এর পরের সপ্তাহগুলোর তথ্য পুরোপুরি পাওয়া যায়নি৷ প্রাথমিক তথ্য বিশ্লেষণে করে দেখা যাচ্ছে, পরবর্তী সপ্তাহগুলোতে রেমিট্যান্স অর্ধেকেরও নীচে নেমে আসতে পারে৷

এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বরাত দিয়ে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার ডেইলি স্টার জানিয়েছে, তার প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় দিনে পাঁচ থেকে সাত কোটি টাকা রেমিট্যান্স পেলেও, ইন্টারনেট সংযোগের ধীরগতির কারণে তা ৮০ লাখ টাকায় নেমে এসেছে৷

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img