spot_img

‘আটক নয়’ কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ‘নিরাপত্তার জন্য’ ডিবি হেফাজতে: স্বরাষ্ট্রমন্ত্রী

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ , নাহিদ ইসলাম, ও আবু বাকের মজুমদারকে আটক করা হয়নি বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাদের নিরাপত্তার জন্যই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাতে ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

- বিজ্ঞাপন -

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নিজেরাই অনিরাপদ মনে করছে। যারা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে, তাদের কেউ কেউ হুমকি দিচ্ছে। তারা তাদের অভিভাবকদের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিল। তাদের নিরাপত্তার জন্যই তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার। কারা তাদের হুমকি দিচ্ছে। সেটা জানার জন্য ডেকে নেওয়া হয়েছে তাদের। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে ডিবি। রাতে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে তুলে নেওয়ার অভিযোগ করেন আরেক সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।

তিনি বলেন, তিন সমন্বয়ক এবং নাহিদ ইসলামের স্ত্রীকে হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু লোক তুলে নিয়ে গেছে। আমরাও আতঙ্কে আছি।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img