spot_img

কোটা আন্দোলনে নিহত বেড়ে ২০৭, ঢাকায় এ পর্যন্ত মামলা ২০৭, গ্রেপ্তার ২৫৩৬

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত পোশাককর্মী ইয়ামিন চৌধুরীর (১৯) বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে।

গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। ১৯ জুলাই বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ইয়ামিন। এ নিয়ে সারাদেশে প্রাণ গেল ২০৭ জনের। বিভিন্ন হাসপাতাল ও নিহতদের স্বজন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

- বিজ্ঞাপন -

এদিকে কোটা আন্দোলনের সময় সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীতে এখন পর্যন্ত ২০৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। সারাদেশে গ্রেপ্তার অন্তত চার হাজার। তাদের অধিকাংশ বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

এদিকে ঢাকার বাইরে গতকাল সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৮৯ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। গ্রেপ্তার অধিকাংশই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। এর মধ্যে চট্টগ্রাম নগর ও জেলায় দায়ের হওয়া ৩০ মামলায় ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ নিয়ে গত ১২ দিনে এসব মামলায় ৮৮৪ জনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া পাবনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৩৩ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে। পঞ্চগড় সদর থানায় নাশকতার তিন মামলায় ২৪ ঘণ্টায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ১২ দিনে জেলায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোরের সিংড়া থেকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আবুল কালাম আজাদকে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় লালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও দু’জনকে। এ নিয়ে লালপুর থেকে গত কয়েক দিনে ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। কক্সবাজারে সাত মামলায় গত ১০ দিনে গ্রেপ্তার করা হয়েছে ৫২ জনকে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে সাতজন।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img