নিউজ ডেস্ক:
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজারো মানুষ। ১০ আগস্ট (শনিবার) বেলা তিনটার দিকেএই বিক্ষোভ শুরু হয়।
ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে কারও হাতে, কারও মাথায় বাঁধা অবস্থায় জাতীয় পতাকা দেখা যায়। সমাবেশ থেকে তাঁরা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। ‘জাগো রে জাগো, হিন্দু জাগো’, ‘তুমি কে আমি কে, হিন্দু হিন্দু’, ‘স্বাধীন দেশে স্বাধীন নাই’, ‘জ্বালাও পোড়াও বন্ধ করো।
সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে থেকে আটদফা দাবি তুলে ধরেন তারা। তাদের ঘোষিত আটদফা দাবিগুলো হলো—
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এর আগে গতকাল শুক্রবারও শাহবাগে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেন
ইএইচ/
মন্তব্য করুন