এডুকেশন টাইমস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কিনা, পরের কথা। দায়িত্ব হলো দাম কমানো।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদা আখতার এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসেন তিনি।
দাম কমানোর বিষয়ে করা প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা পণ্যের সরবরাহ বাড়ানো, নিরাপদ করা ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এসএস/