spot_img

পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আজ সোমবার দুপুরে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে।

এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ প্রথম আলোকে বলেন, ‘লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা উল্লেখ করেছেন। তাঁকে কেউ পদত্যাগে বাধ্য করেছেন, এমন কিছু জানি না।’

- বিজ্ঞাপন -

এর আগে গতকাল রোববার দুপুরে শিল্পকলা একাডেমিতে ঢুকতে চাইলে বাধার সম্মুখীন হয়ে ফিরে যান লিয়াকত আলী লাকী। এ সময় তাঁর সঙ্গে থাকা শিল্পকলা একাডেমির কয়েকজন কর্মকর্তা অন্য কর্মকর্তাদের দ্বারা হেনস্তা হয়েছেন—এমন একটি খবর ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পকলা একাডেমির এক কর্মকর্তা জানান, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অনেক রকম দুর্নীতির অভিযোগ ছিল। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অনেককে তিনি একাডেমি থেকে তাড়িয়েছেন। তাঁর পছন্দের অনুপযুক্ত ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। তাঁদের নিয়ে শিল্পকলা একাডেমিকে অন্যায়, লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও বলেন, বছরব্যাপী অনুষ্ঠানের নামে হরিলুট হতো শিল্পকলায়।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img