এডুকেশন টাইমস ডেস্ক: দেশে চলমান পরিস্থিতিতে স্কাউট, রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীগণ সংস্কার কাজে অংশগ্রহণ করছেন, এটা খুবই আনন্দের বিষয়। একাজে স্কাউটদের অংশগ্রহণ খুবই প্রয়োজন। কারণ তারা দেশের প্রতি কর্তব্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ ।
স্কাউট প্রতিজ্ঞা হলো- “আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে, আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।” সুতরাং প্রতিজ্ঞা বাস্তবায়নে দেশের কঠিন পরিস্থিতিতে স্কাউট সদস্য বসে থাকতে পারে না।
একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের ছয়টি হক রয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো- রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এ কাজটি রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীগণ খুব ভালোভাবেই করছেন। রাস্তায় পরিবহণ শৃঙ্খলা ও অন্যান্য সেবাদানে শিক্ষার্থীদের ভুমিকা অনন্য উদাহরণ হয়ে থাকবে। দেশের প্রয়োজনেই শিক্ষার্থীদের প্রত্যেককে স্বল্পমেয়াদী সামরিক প্রশিক্ষণের আওতায় আনা যেতে পারে। একাজে আপাতত বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ কেন্দ্রসমূহ, সরকারি টিচার্স ট্রেনিং সেন্টার ও বিভিন্ন বাহিনীর স্থাপনাগুলো ব্যবহার প্রসঙ্গে ভেবে দেখা যায়।
স্কাউটিংয়ের বিভিন্ন কোর্সের আদলেও এমন প্রশিক্ষণ আয়োজন করা যায়। প্রশিক্ষণ কাজে সরাসরি সেনাবাহিনী ও স্কাউট ব্যক্তিত্বগণ সহায়তা করবেন বলে আমি আশাবাদী। চলমান সংস্কার কাজে স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণ বিষয়ে ডক্টর ঈসা মোহাম্মদ কথাগুলো জানান।
রাস্তায় চলমান সেবাদানে ব্যস্ত রোভার, স্কাউট ও সাধারণ শিক্ষার্থীদের খাবার-পানীয় সরবরাহে যথাসম্ভব সহায়তার জন্য সবাইকে অনুরোধ জানান। নিজ ফেইসবুক পেইজ ও ইনস্ট্রাগ্রামে এবিষয়ে পোস্ট করেন স্কাউটিং বিষয়ক এই স্কলার।
এবি/
মন্তব্য করুন