spot_img

প্রশ্নের উত্তর পড়ে শোনাবে চ্যাটজিপিটি; সুবিধা পাবে দৃষ্টিশক্তিহীন ব্যক্তিরা

এসম্পর্কিত আরো পড়ুন

এডুকেশন টাইমস ডেস্ক: প্রশ্নের উত্তর পড়ে শোনানোর জন্য চ্যাটজিপিটিতে ‘রিড অ্যালাউড’ নামের নতুন ফিচার যুক্ত করল ওপেনএআই। চ্যাটবটটির কাছে কোনো কিছু জানতে চাওয়া হলে কৃত্রিম কণ্ঠে উচ্চস্বরে উত্তর পড়ে শোনাবেচ্যাটজিপিটি। এই ফিচারের বেশি সুবিধা পাবে দৃষ্টিশক্তিহীন ব্যক্তিরা।

চ্যাটজিপিটির আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপসহ ওয়েব সংস্করণেও রিড অ্যালাউড ফিচার ব্যবহার করা যাবে।

- বিজ্ঞাপন -

২০২৩ সালে সেপ্টেম্বরে উন্মোচন করা ভয়েস ফিচার থেকে রিড অ্যালাউড ভিন্নভাবে কাজ করবে। এআই মডেলের মাল্টিমোডাল ক্ষমতা ব্যবহার করবে এই নতুন ফিচার। মাল্টিমোডাল ক্ষমতার মাধ্যমে টেক্সট, ছবি ও ভয়েসের মতো কনটেন্ট এআই মডেলে ইনপুট করা যায়।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের ওপেনএআইয়ের মূল অ্যাকাউন্ট থেকে চ্যাটজিপিটির নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। কোম্পানিটি বলছে, চ্যাটজিপিটি এখন উত্তর পড়ে শোনাতে পারবে।

চ্যাটজিপিটির আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপসহ ওয়েব সংস্করণেও ফিচারটি ব্যবহার করা যাবে। রিড অ্যালাউড চ্যাটজিপিটি প্লাস ৪.০ সংস্করণ ও চ্যাটজিপিটি ৩.৫ সংস্করণেও ব্যবহার করা যাবে। এই ফিচার ব্যবহারের জন্য চ্যাটের মেসেজকে ট্যাপ করে ধরে রাখার পর ‘রিড অ্যালাউড’ অপশনে ট্যাপ করতে হবে।

রিড অ্যালাউড ফিচারটি ৩৭টি ভাষায় চ্যাট পড়ে শোনাতে পারবে। তবে স্বয়ংক্রিয়ভাবে ভাষা চিহ্নিত করার জন্য টেক্সটের ভাষাকেই ব্যবহার করবে। অর্থাৎ ইংরেজি টেক্সটে কোনো উত্তর তৈরি করে দিলে সেই ভাষায় জোরে জোরে টেক্সট পড়ে শোনাবে চ্যাটজিপিটি।

এই ফিচার ভয়েস চ্যাট ফিচারের মতো হলেও এটি ভিন্ন টেক্সট–টু–স্পিচ ফাংশন ব্যবহার করে। ভয়েস চ্যাটে শুধু ভয়েসের মাধ্যমে প্রশ্ন করা যায় ও উত্তর দেওয়া হয়। কথোপকথন শেষ না হওয়া পর্যন্ত কোনো টেক্সটভিত্তিক উত্তর দেখা যায় না। অপরদিকে রিড অ্যালাউড ফিচারে চ্যাটিং টেক্সটের মাধ্যমে হয়ে থাকে এবং চ্যাটের টেক্সট কৃত্রিম ভয়েসে শুনতে চান না কি তা ব্যবহারকারীরাই নির্ধারণ করতে পারবে। ব্যস্ততার সময় ফোনের দিকে না তাকিয়ে উত্তর জানার জন্য ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবে।

নতুন নতুন বেশ কয়েকটি ফিচার নিয়ে আসার জন্য ওপেনএআই কাজ করছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের চ্যাটজিপিটি অ্যাপের জন্য একটি নতুন হোম স্ক্রিন উইজেট আনবে কোম্পানিটি।

টেক্সটভিত্তিক মেসেজ পাঠানো, ছবি আপলোড, কণ্ঠের মাধ্যমে জিজ্ঞাসা বা ভয়েস চ্যাটের মতো বিভিন্ন কাজ এই উইজেটের শর্টকাটগুলোর মাধ্যমে করা যাবে।

 

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img