তানভীর খান তরুণ:
আব্দুল হামিদ খান-গোলাম আজম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) কোলাদী উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজন আর হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় ঈশ্বরদীর দীঘা আর.জি.ডি উন্নয়ন সংঘ টাইব্রেকারে সুজানগরের খলিল স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কোলাদী আদর্শ যুবসংঘ ফুটবল টুর্নামেন্ট ছাড়াও রাতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সংগীত পরিবেশন করেন অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, আর মঞ্চনাটক করেন নুরুল ইসলাম উজ্জ্বল ও তার দল।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক নেছার আহম্মেদ নান্নু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সোনালী ব্যাংক পিএলসি বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার-১ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি এ্যারোনেটিক্যাল ইন্সটিটিউট অব বাংলাদেশ (এআইবি) অধ্যক্ষ ইঞ্জিঃ এস.এম আকমল হোসেন, সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মকবুল হোসেন, রাজবাড়ি জেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান পাভেল, পাবনা ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, ঢাকা মেট্রোঃ মোটর ড্রাইভিং স্কুল কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আঃ বারেক বিশ্বাস, নভো এয়ারলাইন্স এয়ারক্রাফট মেইন্টেন্যান্স ইঞ্জিঃ শাহিনুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান। ক্রীড়া পরিচালনায় ছিলেন ব্যবসায়ী ওসমান গনি খান, রেজাউল হোসেন খোকন, সাবেক ফুটবলার আঃ রাজ্জাক বিশ্বাস রাজা। ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন ভাঁড়ারা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কোরবান আলী খান, সাবেক ইউপি সদস্য খালেক খান ও ওয়াহিদুজ্জামান স্বপন।
এছাড়া কোলাদীর তিন কৃতি সন্তান রাজবাড়ি জেলা নির্বাচন অফিসার শহিদুর রহমান পাভেল, সদ্য বিসিএস সুপারিশপ্রাপ্ত প্রকৌশলী সুরুজ্জামান সুরুজ ও জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নাছির উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, পাবনা জেলার অন্যতম শিক্ষিত গ্রাম কোলাদী, শিক্ষাদ্বিক্ষা ও সামাজিক নানা কর্মকাণ্ডে এগিয়ে এই গ্রাম। ১০জন বিসিএস ক্যাডার, হাফ ডজন এমবিবিএস ডাক্তার, ৮০ জনের অধিক শিক্ষক, চারটি সামাজিক সেবামূলক সংগঠন, ২০৫ জন প্রবাসীসহ নানান পেশার মানুষের বসবাস গ্রামটিতে।
/ইএইচ