এডুকেশন টাইমস ডেস্ক: নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েছে ৪৫ বছর বয়সী এক যুবক। এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের শাহরাস্তিতে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজার এলাকার মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ওই ডাব অপসারণ করতে সক্ষম হয়েছেন।
হাসপাতাল ও রোগীর স্বজনরা জানায, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবক তার পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব ঢুকে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। এরপর এক্সরে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।
হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন মো. শেখ ফরিদ জানান, অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে গেছেন।
এ ঘটনায় রোগী বা তার সাথে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য দিতে রাজি হয়নি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান জানান, দুর্ঘটনায় বসত বা যে কোনো ভাবে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই। তিনি এখন শঙ্কামুক্ত আছেন।
এসআই/
মন্তব্য করুন