spot_img

জামালপুর জেলা স‌মি‌তি ময়মনসিংহের নতুন কমিটি গঠিত

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃবি প্রতিনিধি: জামালপুর জেলা স‌মি‌তি ময়মন‌সিং‌হের ২০২৫-২৬ মেয়া‌দের ৫১ সদ‌স্য বি‌শিষ্ট কার্যনির্বাহী ক‌মি‌টি গ‌ঠন করা হ‌য়ে‌ছে। নতুন ক‌মি‌টির সভাপ‌তি ‌হিসেবে মো স‌ফিক উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তৌ‌ফিকুল ইসলাম নির্বা‌চিত হ‌য়েছেন।

বুধবার (২৫ ডি‌সেম্বর) ময়মন‌সিং‌হ সদরে জেলা সমিতির বা‌র্ষিক সাধারণ সভায় নতুন ক‌মি‌টি ঘোষণা করা হয়।

- বিজ্ঞাপন -

নতুন ক‌মিটির প্রধান উপ‌দেষ্টা হিসেবে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন শহীদ্দু‌দৌলা পা‌হলোয়ান। উপ‌দেষ্টা প‌দে আরও নির্বা‌চিত হ‌য়ে‌ছেন  মো. নজরুল ইসলাম, তাহমিনা বানু, রকিব উদ্দিন তালুকদার (সুলতান), খন্দকার সুলতান আহমদ, ইঞ্জিঃ মো. মোজাম্মেল হক,  ডাঃ মো. হেফজুল বারী, মো. আব্দুল হাই,  মো. আঃ হালিম, মো. গোলাম মোস্তফা শান্ত, এডভো‌কেট মো. রেজাউল করিম, নূর ইসলাম কাজল, মো. আঃ রাজ্জাক।

কমিটিতে সহ-সভাপ‌তি হিসেবে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন  মো. আহসান উল্লাহ তরফদার, মো. মাহবুবুল আলম বাবুল, মুহাম্মদ আমিন আকবরী, মো. মোস্তফা, মো. আব্দুল মতিন। যুগ্ম সাধারণ সম্পাদ হিসা‌বে নির্বাচিত হ‌য়ে‌ছেন মো. ফজলুল করিম ফারুকী, মো. আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক  লুৎফুল কবির তালুকদার, মো. আব্দুল মজিদ, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, সহ-সাংগঠ‌নিক সম্পাদক বলাই দত্ত, রাশেদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক  ইঞ্জি, মো. খলিলুর রহমান, দপ্তর সম্পাদক সুলতান আহমদ, তথ‌্য ও গ‌বেষণা সম্পাদক মো. আল আমিন, স্বাস্থ‌্য বিষয়ক সম্পাদক ডা. মো. জাকিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভো‌কেট মো. আলমগীর, সহ আইন বিষয়ক সমপাদক এডভো‌কেট লিটন দাস, সমাজ কল‌্যাণ বিষয়ক সম্পাদক দীপক কুমার মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুন্নাহার (শিখা), ক্রীড়া সম্পাদক মো. শাহজাহান, সহ ক্রীড়া সম্পাদক মো. মোকাদ্দেস আলী, সাংস্কৃ‌তিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. আশিকুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন লিটন, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন রহমান।

নির্বাহী সদস্য হিসেবে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন মো. খোরশেদ আলম, ড. এমরাউল ইসলাম, মো. ছানোয়ার হোসেন,  ইঞ্জিঃ মো. আশরাফুল ইসলাম, মো. আব্দুল্যাহ আল বাকী,  ড. মোঃ জয়েন উদ্দিন,  ডা. মো. মাহবুবুল আলম, মো. খালিদ হোসেন, আসমা আফরোজ।

 

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img