spot_img

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

এসম্পর্কিত আরো পড়ুন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর: বৈদ্যুতিক মোটরের সাহায্যে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাব্বির চৌকিদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দাদপুর এলাকার দক্ষিণ ভাষাণচর গ্রামে এঘটনা ঘটে।

নিহত সাব্বির চৌকিদার (২৪) দক্ষিণ ভাষাণচর গ্রামের ইসহাক চৌকিদারের ছেলে। সাব্বির শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের সুপার ভাইজার হিসেবে কাজ করত।

- বিজ্ঞাপন -

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরের মাছ ধরার জন্য মোটর লাগিয়ে পুকুরের পানি নিষ্কাশন করছিল সাব্বির। এসময় হঠাৎ মোটর বন্ধ হয়ে যাওয়ায় সাব্বির বৈদ্যুতিক সংযোগ ঠিক করে লাগিয়ে দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে সে। এরপর প্রতিবেশি ও স্বজনরা সাব্বিরকে পুকুর পাড়ে কাঁদার মধ্যে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইম ইসলাম নামে সাব্বিরের এক প্রতিবেশী বলেন, সাব্বির অত্যন্ত ভালো ছেলে ছিল। তার মৃত্যুতে এলাকার যুবকদের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে। সাব্বিরের এমন মৃত্যু আমরা মানতে পারছি না।

নূর মোহাম্মদ সম্পর্কে সাব্বিরের চাচাতো ভাই। তিনি বলেন, পুকুরে মাছ ধরতে গিয়ে মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে সাব্বির বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। আমি আমার ভাইকে হারিয়েছি।

বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে সাব্বির চৌকিদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img